ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

লালমনিরহাটে পৌঁছাল করোনা ভ্যাকসিন

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৭

লালমনিরহাটে পৌঁছাল করোনা ভ্যাকসিন
ছবি- প্রতিনিধি

ভারতীয় সীমান্তবর্তী জেলা লালমনিহাটে করোনা ভ্যাকসিনের ৩৬ হাজার ডোজ পৌঁছেছে। রোববার সকাল ১১টার দিকে ভ্যাকসিনবাহী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানটি লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

জেলা সিভিল সার্জন ডা. লিমর্লেন্দু রায় বলেন, ঢাকা থেকে ফ্রিজার ভ্যানে প্রথমে রংপুরে পাঠানো হয়। সেখান থেকে লালমনিরহাটে তিনটি কার্টন পাঠানো হয়েছে। প্রতি কার্টনে এক হাজার ২০০ ভায়াল এবং প্রতি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে। সর্বমোট ৩৬ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। সরকারী নির্দেশনা মোতাবেক আগামী ৭ ফেব্রুয়ারী থেকে ভ্যাকসিন প্রদান করা হবে।

তিনি জানান, ভ্যাকসিন প্রদান করতে সোমবার (১ ফেব্রুয়ারি) চিকিৎসক ও টিকা দেয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। ভ্যাকসিন প্রদানের জন্য ২১টি দল প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে সদর হাসপাতালে ৮টি, পুলিশ হাসপাতালে একটি, সিভিল সার্জন কার্যালয়ে ২টি এবং ৫টি উপজেলায় ২টি করে ১০টি দল ভ্যাকসিন প্রদান করবেন।

আরও পড়ুন- সোমবারের মধ্যে সব জেলায় পৌঁছাবে টিকা

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত