ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ১৮:০৩

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
ছবি- প্রতিনিধি

পাবনার সুজানগরে রাতের আঁধারে গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুর ভরা পোনা মাছ ‘হত্যা’ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতে সুজানগর পৌরসভার ভবানীপুর পূর্বপাড়া গ্রামের সাহেবুল হাসানের পুকুরে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে পুকুর মালিক এ ঘটনা টের পান। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মাছচাষি সাহেবুল হাসান দাবি করেছেন।

মাছচাষি সাহেবুল হাসান জানান, তিনি নিজে পুকুর মালিক নন। তিনি গত কয়েক বছর ধরে ৭ বিঘা আয়তনের ওই পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। বুধবার সকালে তিনি বিশালায়তনের পুকুরে গিয়ে বিপুল পরিমাণ পোনা মাছ ভাসতে দেখেন। তখন তিনি বুঝতে পারেন রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এ পোনা মাছই তিনি লালন পালন করে আসছিলেন। এগুলো বিক্রি করে তিনি পুকুর মালিককে লিজমানি দেয়ার পাশাপাশি কিছু লভ্যাংশ পেতেন। এত টাকা বিনিয়োগ করে এখন তার পথে বসার উপক্রম।

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে মাছগুলো জাল দিয়ে মেরে মাটিতে পুঁতে ফেলা হয়। থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই মৎস্য চাষি। বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত