ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ফেরি চলাচল নিয়ে যা জানা গেলো

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ২০:১২

ফেরি চলাচল নিয়ে যা জানা গেলো
সংগৃহীত ছবি।

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়ায় সব ধরনের ফেরি চলাচল। ফলে লকডাউনের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শথ পণ্যবাহী ট্রাক।

তবে জরুরী প্রয়োজনের এসব পণ্যবাহী ট্রাক পারাপারে অনুমতি পেয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি শাখা ব্যবস্থাপক ফিরোজ খান এ তথ্য জানান।

তিনি বলেন, সর্বাত্মক লকডাউন ঘোষণায় তারা ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রেখেছেন। শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হয়েছে। সেটিও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে।

বিআইডব্লিউটিসি শাখা ব্যবস্থাপক আরো বলেন, ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত এসব পণ্যবাহী ট্রাক পারাপারের অনুমতি দেয়া হয়েছে।

তবে ট্রাকের সঙ্গে ব্যক্তিগত বা অন্য যানবাহন পারাপার হবে কি না সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত