ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

ঢাকায় এল চীনের ৫ লাখ টিকা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২১, ০৯:৩৬  
আপডেট :
 ১২ মে ২০২১, ০৯:৪২

ঢাকায় এল চীনের ৫ লাখ টিকা
ছবি- সংগৃহীত

চীনের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। বুধবার ভোর ৫টা ৩১ মিনিটে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিনোফার্মের দেয়া ভ্যাকসিন ও এডি সিরিঞ্জ বহনকারী বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট– সি-১৩০ জে- কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে।

এর আগে সোমবার দুপুরে ঢাকায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। চীনের পাঁচ লাখ ডোজ করোনার টিকা আগামী বুধবার ঢাকা পৌঁছাবে।

চলতি মাসের ৭ তারিখে চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি করা করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

এর আগে গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত