ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

ঈদের সকালটা হতে পারে বৃষ্টিভেজা

  নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২১, ০১:১০  
আপডেট :
 ১৪ মে ২০২১, ০৮:৩৭

ঈদের সকালটা হতে পারে বৃষ্টিভেজা
ছবি সংগৃহীত

রাত পোহালে পবিত্র ঈদুল ফিতর। আগের দিনের মত প্রায় একই রকম পূর্বাভাস থাকায় ঈদের দিন সকালটা হতে পারে বৃষ্টিভেজা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ঈদের সকালে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সারা দেশে আকাশ ছিল মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কোথাও কোথাও।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, দেশের বেশির ভাগ এলাকায় আকাশে মেঘ রয়েছে। মেঘ জমে জমে আজকের (বৃহস্পতিবার) মতো আগামীকালও (শুক্রবার) সারা দেশে বৃষ্টি হতে পারে। ঈদের দিন ঢাকায় ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টি হয়ে বাকিটা সময় আকাশ পরিষ্কার থাকবে।

আবহাওয়া অফিসের ভাষ্যমতে, মাসের শুরুর দিকে তাপপ্রবাহ থাকলেও তা কেটে গিয়ে বর্তমানে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকার পর আবার তা কমতে শুরু করবে। ফলে ঈদুল ফিতরের সময়টা দেশের কোথাও থাকবে রোদ, কোথাও থাকবে বৃষ্টি।

বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে ২৯ মিলিমিটার। দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত