ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

নেত্রকোনায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি-গাছপালা বিধ্বস্ত

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুন ২০২১, ১৭:০২

আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি-গাছপালা বিধ্বস্ত
ছবি- প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পৌরশহরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ২০-২৫টি টিনের ঘর ক্ষতিগ্রস্ত ও শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। এ সময় ঝড়ে নারীসহ দুইজন আহত হয়েছেন।

শনিবার ভোরে মোহনগঞ্জ পৌর শহরের ৪ নং ওয়ার্ডের দেওথান, মীরেরগাতি ও বারইছিড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে এসব ঘরবাড়ি ভেঙে যায় ও গাছপালা উপড়ে পড়ে।

আহতরা হলেন, মীরেরগাতি গ্রামের নান্টু দত্ত ও দেওথান গ্রামের ইভা সরকার। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় কাউন্সিল মো. মানিক তালুকদার ও পৌর মেয়র লতিফুর রহমান রতন।

কাউন্সিলর মনিক তালুকদার জানান, ঝড়ে ২১টি মতো কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শতাধিক গাছপালাও উপড়ে পড়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের সহায়তার জন্য দ্রুত এ তালিকা প্রশাসনের কাছে দেয়া হবে।

মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান বলেন, পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিক তৈরি করেছি। তাদের সহায়তার জন্য এ তালিকা দ্রুত জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত