ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনকে ঘিরে দারুস সালামে সংঘর্ষ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২১, ০১:৪১  
আপডেট :
 ০৬ জুন ২০২১, ০১:৪৪

ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনকে ঘিরে দারুস সালামে সংঘর্ষ

আসন্ন ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর দারুস সালাম এলাকার হরিরামপুর টালি এলাকায় আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শনিবার বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে দারুস সালামের হরিরামপুর টালি কোম্পানির বাড়ি সংলগ্ন কনভেনশন হলে স্থানীয় আওয়ামী লীগ একটি আলোচনা সভার আয়োজন করে। হলে প্রবেশ করার আগে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ জন আহত হয়।

বাংলাদেশ জার্নাল- ওআই

  • সর্বশেষ
  • পঠিত