ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

রাঙামাটিতে আবাসিক হোটেল ও পর্যটকদের জরিমানা

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২১, ১৭:২৫

রাঙামাটিতে আবাসিক হোটেল ও পর্যটকদের জরিমানা
ছবি- প্রতিনিধি

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটক রাখার দায়ে রাঙামাটি শহরের ফিসারী ঘাট এলাকায় হোটেল মেহেদিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে রাঙামাটিতে ভ্রমণ করায় ৭ জন পর্যটককে ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ বলেন, গোপন খবরের ভিত্তিতে হোটেল মেহেদিতে অভিযান চালানো হয়। পর্যটকরা বেড়ানোর জন্য রাঙামাটিতে এসেছিল।

করোনার সংক্রমণ রোধে জেলায় পর্যটকের আগমনের ওপর নিষেধাজ্ঞা দেয় রাঙামাটি জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে পর্যটন স্পট এবং পর্যটক নির্ভর হোটেল বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করায় বিগত কয়েক সপ্তাহ থেকে হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত