ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

সাভারে নারী পাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২১, ০২:০৪

সাভারে নারী পাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার
ছবি- প্রতিনিধি

অল্পবয়সী কিশোরীদের উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নারী পাচার করতো একটি চক্র। এ চক্রের এক নারী সদস্যকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় পাচারের জন্য নিয়ে আসা এক তরুণীকে উদ্ধার করা হয়।

শুক্রবার বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম।

গ্রেপ্তার নারীর নাম মোছা. রেহানা বেগম (২২)।

সাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সাভার থানার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

তিনি বলেন, কিছু মানবপাচারকারী অল্পবয়সী কিশোরীদের উচ্চ বেতনে চাকুরির নিশ্চয়তা দিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাচার করে পতিতালয়ে বিক্রি করে আসছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, উদ্ধার তরুণীকে বিদেশে চাকুরি দেয়ার কথা বলে আসামির বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে ওই তরুণীকে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে একটি রুমে আটকে রেখে গত চার মাস যাবত পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো।

বাংলাদেশ জার্নাল/এফজেড/এমএস

  • সর্বশেষ
  • পঠিত