ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

পুলিশের কোভিড-১৯ স্বাস্থ্য সচেতনে ইয়োগা কর্মশালা

পুলিশের কোভিড-১৯ স্বাস্থ্য সচেতনে ইয়োগা কর্মশালা

দেশের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনার ক্লান্তিলগ্নে পুলিশ সদস্যদের ভূমিকা ছিলো অপ্রতিরোধ্য। এই যুদ্ধে পুলিশের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন। তাই পুলিশ সদস্যদের কোভিড-১৯ সম্পর্কিত ও স্বাস্থ্য সচেতনার জন্য একটি অভিবাদনসূচক ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এস আই শিরু মিয়া মিলনায়তনে এ ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত হয়। এ ইয়োগা কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ঈশা হাঠা ইয়োগার প্রশিক্ষক রুমা চৌধুরী।

ইয়োগা সম্পর্কে প্রশিক্ষক রুমা চৌধুরী বলেন, আমরা প্রকৃতি থেকে অনেক দূরে চলে এসেছি। রীতিমত প্রকৃতির বিরুদ্ধ আচরণ করছি। সে কারনে প্রাকৃতিক প্রতিশোধের শিকার হচ্ছি। আমাদের প্রকৃতির নিয়মকে জানতে হবে, সেই সাথে নিজেকে সাজাতে হবে। প্রকৃতি খুব সজীব এবং জীবন্ত। আমাদের তা অনুধাবনের যোগ্যতা অর্জন করতে হবে। প্রকৃতির ছন্দের সাথে নিজেকে ছন্দবদ্ধ করার মাধ্যম হচ্ছে ইয়োগা।

ইয়োগা শেষে কল্যাণ ও ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, চলমান কোভিড-১৯ প্রতিরোধে একটি উত্তম শরীরচর্চার মাধ্যম হলো ইয়োগা। এতে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনোবল চাঙ্গা রাখার উদ্দেশে এই উদ্যোগ চালু করা হয়েছে।

সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার এই কর্মশালা অব্যাহতভাবে চলবে বলে পুলিশের জানান এ কর্মকর্তা।

ইয়োগা কর্মশালায় ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুর, সহকারী পুলিশ কমিশনার কাজী হাসান উদ্দিনসহ ৮০ জন পুলিশ সদস্য অংশ নেন।

বাংলাদেশ জার্নাল/এফজেড/এমএম

  • সর্বশেষ
  • পঠিত