ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

রায়পুরায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২১, ১৮:৪৩  
আপডেট :
 ১২ জুন ২০২১, ১৮:৫০

রায়পুরায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নদী ভাঙনের কবল থেকে রক্ষা পেতে বেড়িবাঁধ নির্মাণ ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গ্রাম বাঁচাও শ্লোগান নিয়ে জেলার রায়পুরার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল মির্জাচর এলাকার সর্বস্তরের ব্যানারে শনিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরায় অব্যাহত নদী ভাঙনে মির্জাচর ইউনিয়নের শান্তিপুর গ্রামবাসীদের রাত কাটে আতঙ্ক ও উৎকন্ঠায়। তার উপর মেঘনা নদী থেকে ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ ভাঙন আরও তীব্র হচ্ছে। অব্যাহত মেঘনার ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে শান্তিপুর বাজার, বাজার সংলগ্ন কবরস্থান, ঈদগাহ মাঠসহ কান্দাপাড়া কবরস্থানসহ বহু ফসলী জমি। হুমকির সম্মুখীন রয়েছে আরো শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো গ্রাম।

তারা আরও বলেন, অবিলম্বে অবৈধভাবে এ বালু উত্তোলন বন্ধ করা না হলে এক এক করে পুরো গ্রামটি নদী ভাঙন বিলীন হয়ে যাবে।

আরও পড়ুন- চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত