ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

পাবনায় গণপূর্তের কার্যালয়ে ঠিকাদারদের সশস্ত্র মহড়া!

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২১, ১৯:৫৭  
আপডেট :
 ১২ জুন ২০২১, ২০:৫৮

পাবনায় গণপূর্তের কার্যালয়ে ঠিকাদারদের সশস্ত্র মহড়া!
ছবি: সংগৃহীত

পাবনায় গণপূর্ত বিভাগের কার্যালয়ে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন একদল ঠিকাদার আওয়ামী লীগ নেতা। তবে এ ঘটনায় কেউ পুলিশে কোনো অভিযোগ করেননি।

অস্ত্র হাতে মহড়ার ঘটনা ঘটেছে গত ৬ জুন। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওটি প্রকাশ পেলে সম্প্রতি তা আলোচনায় আসে।

গণমাধ্যম কর্মীদের হাতে আসা ভিডিওতে দেখা যায়, গত ৬ জুন বেলা ১২টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন সদলবলে পূর্ত ভবনে ঢুকছেন। তার পেছনে শটগান হাতে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ আর খান মামুন এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু। অস্ত্র নিয়েই তারা কার্যালয়ের বিভিন্ন কক্ষে ঢুকতে দেখা গেছে। ওই সময় তাদের সঙ্গীরা বাইরে অপেক্ষায় ছিলেন। ১২টা ১২ মিনিটে তারা ফিরে যান।

পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ঠিকাদাররা আমার কক্ষে এসেছিলেন। আমার টেবিলে অস্ত্র রেখে নির্বাহী প্রকৌশলী স্যারের কাছে এসেছেন বলে জানান তারা। খারাপ আচরণ করেননি।

তবে বিষয়টি উচিত হয়নি স্বীকার করে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন বলেন, এভাবে যাওয়া আমাদের উচিত হয়নি।

জানা গেছে, ঘটনার পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এসে অফিস থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে।

পাবনার পুলিশ সুপার মুহিবুল হক খান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অস্ত্র আইনের শর্ত ভঙ্গ হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে পাবনার ডিসি কবীর মাহমুদ বলেন, আইন-শৃংখলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। তাদের সুপারিশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- ঘি’র নামে বিষ

কোম্পানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের ওপর হামলা, গুলিবিদ্ধ ৬

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত