ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কক্সবাজার-বান্দরবানে আকস্মিক বন্যার শঙ্কা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২১, ২২:১৩  
আপডেট :
 ১২ জুন ২০২১, ২২:১৮

কক্সবাজার-বান্দরবানে আকস্মিক বন্যার শঙ্কা
সংগৃহীত ছবি

ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ৩ দিনের মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলায় আকস্মিক বন্যা হতে পারে।

শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৩ দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলী জেলা কক্সবাজার ও বান্দরবানে এবং তৎসংলগ্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে কক্সবাজার ও বান্দরবান জেলার নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে। এতে করে কোথাও কোথাও আকস্মিক বন্যা হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্র ও যমুনার পানি কমছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে যমুনা নদীর পানি কমা অব্যাহত থাকতে পারে।

এদিকে গঙ্গা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আর পানি বাড়ছে পদ্মা নদীর, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত