ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

কোরবানির পশুর বর্জ্যে মরে ভেসে উঠছে মাছ

  মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৫:৩৭

কোরবানির পশুর বর্জ্যে মরে ভেসে উঠছে মাছ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাগরদিঘিতে কোরবানির পশুরহাটের বর্জ্য পড়ে সব মাছ মরে ভেসে উঠেছে।

শুক্রবার বিকাল থেকে শনিবার পর্যন্ত পুরো দিঘীতেই মরা মাছ ভেসে উঠতে দেখা গেছে। মৎস্য বিভাগ বলছে, বর্জ্যের কারণে গ্যাস সৃষ্টি হয়ে অক্সিজেনের সংকট দেখা দেয়, যার কারণে মাছ মরে ভেসে উঠছে।

শুক্রবার ও আজ শনিবার পর্যন্ত কাজ করেও দীঘির পচা মাছ অপসারণ করা সম্ভব হয়নি বলে জানান পুকুরের ইজারাদার হাজী আজিজুর রহমান দুলাল।

তিনি বলেন, 'দীঘিতে রুই, পাঙ্গাসসহ বড় বড় মাছ ভেসে উঠেছে। দীঘির চারপাশের এলাকায় মরা পচা মাছের দুর্গন্ধে অবস্থান করা যাচ্ছে না। সব মাছ মরে গেছে। অনেক ক্ষতি হয়ে গেল, লোকসানে পড়ে গেলাম।'

শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির বলেন, কোরবানির ঈদ উপলক্ষ্যে সাগরদিঘির পাশে বসানো পশুর মল-মূত্র ও বর্জ্যপদার্থ বৃষ্টির পানির সঙ্গে দিঘিতে গিয়ে অক্সিজেন সংকট দেখা দেয়।

এর ফলেই মাছ মরে ভেসে উঠে। আমি শুক্রবার দিনগত রাতেই ইউএনও স্যারের ফোন পেয়েই সেখানে ছুটে যাই। বেশি পরিমাণে পাঙ্গাস মাছকে ভেসে উঠতে দেখি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সেখানে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি। সব মরা মাছ তুলে সেখানের গ্যাস দূর করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত