ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনা লড়াইয়ে বাংলাদেশের পাশে আছে জাপান: রাষ্ট্রদূত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৯:৩১

করোনা লড়াইয়ে বাংলাদেশের পাশে আছে জাপান: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, করোনা সংক্রমণের কারণে বাংলাদেশ এখন প্রতিকূল সময় পার করছে। করোনার বিরুদ্ধে বাংলাদেশের এই লড়াইয়ে জাপান পাশে আছে।

শনিবার জাপানে উৎপাদিত অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের জাপান সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া ২লাখ ৪৫ হাজার ডোজ করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা শাহজালাল বিমানবন্দরে এ হস্তান্তর অনুষ্ঠানে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব জনাব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, ডাব্লুএইচওর প্রতিনিধি ড. বরদান জঙ্গ রানা ও ইউনিসেফের প্রতিনিধি টমোও হোজু্মি।

এসময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলায় বলেন, ‘এই করোনাভাইরাসের মহামারীতে, এখন এই মুহূর্তেও বাংলাদেশে অনেকেই এই অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য অপেক্ষা করছেন। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে, টিকাদান খুব জরুরী এবং গুরুত্বপূর্ণ। এটি একটি উপহার, যেটা এখন এই মুহুর্তে জাপানি জনগণ বাংলাদেশের বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিতে চান। আমরা সবসময় আপনাদের পাশে আছি।

বাংলাদেশ জার্নাল- ওআই

  • সর্বশেষ
  • পঠিত