ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

সারাদেশে গ্রেপ্তার ২১২, জরিমানা প্রায় ২ লাখ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ২০:৩৯

সারাদেশে গ্রেপ্তার ২১২, জরিমানা প্রায় ২ লাখ
চলছে র‌্যাবের অভিযান। ছবি নিজস্ব

সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে ২১২ জনকে এক লাখ ৯২ হাজার ৪৭০ টাকা জরিমানা করেছে র‌্যাব। দেশের ২৭টি ব্যাটালিয়নের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

শনিবার বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৮০টি টহল ও ১৮৬টি চেকপোস্ট পরিচালিত হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও বিনামূল্যে দুই হাজার মাস্ক বিতরণ করে র‌্যাব। এ কর্মসূচি লকডাউনকে কেন্দ্র করে চলমান থাকবে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও চলমান থাকবে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইলকোর্ট পরিচালনা করেছেন। র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

এর আগে প্রথম দিন শুক্রবার বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে ৯৫ জনকে ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে র‌্যাব। দেশের ১২টি ব্যাটালিয়নের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ জার্নাল/এফজেড/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত