ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

শনিবার পর্যন্ত টিকা নিতে ১ কোটির বেশি মানুষের নিবন্ধন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৫:০৩  
আপডেট :
 ২৫ জুলাই ২০২১, ১৫:১৭

শনিবার পর্যন্ত টিকা নিতে ১ কোটির বেশি মানুষের নিবন্ধন
ছবি: সংগৃহীত

করোনা টিকা গ্রহণের জন্য দেশে নিবন্ধনকারীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ নিবন্ধন করছেন।

শনিবার (২৪ জুলাই) পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে এক কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকা সংক্রান্ত এক তথ্যে বিষয়টি জানা যায়।

জানা যায়, চার হাজার ১৪৮ জন ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ২১ জন। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা মোট ৫০ হাজার ২১৭ জন হয়েছে।

এদিকে শনিবার ১৩৮ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৩৪ জন।

এছাড়া শনিবার ৩৬ হাজার ৫৮৬ জন মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৩২ জন ও নারী ১৩ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত মডার্নার প্রথম ডোজের টিকা নিলেন ৩ লাখ ৬ হাজার ১২৩ জনে।

এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭২ হাজার ৬২৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ২২৮ জন।

তাদের মধ্যে পুরুষ ৬৮৬ জন ও নারী ৫৪২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৭ জনে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত