ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

বগুড়ায় আক্রান্ত ও উপসর্গে ১২ মৃত্যু

  বগুড়া প্রতিনিধ

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৬:১৪

বগুড়ায় আক্রান্ত ও উপসর্গে ১২ মৃত্যু

বগুড়ায় গত একিদেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গে ৭ সাত জনসহ আরো ১২ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪২ জনের। সুস্থ হয়েছেন ২১২ জন।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, গত একদিনে জেলায় ৮৪০ জনের নমুনা পরীক্ষা করে ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৯৫ জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ জনের নমুনায় চারজন, এন্টিজেন পরীক্ষায় ১৮৮ জনের নমুনায় ৪২ জন, ঢাকায় পাঠানো ৩৩৭ জনের নমুনায় ৯২ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ জনের নমুনায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ।

তিনি আরে জানান, গত একদিনে করোনা থেকে ২১২ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬১৭ জন এবং মারা গেছেন ৫৩৮ জন। এছাড়া জেলায় বর্তমানে ১ হাজার ৯৩৯ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত