ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

করোনায় মারা গেলেন সিলেটের নির্বাচন কর্মকর্তা

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৭:৩৭  
আপডেট :
 ২৫ জুলাই ২০২১, ১৭:৪০

করোনায় মারা গেলেন সিলেটের নির্বাচন কর্মকর্তা

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিলেটের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেল তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইসরাইল হোসেন মারা যান।

এর আগে ইসরাইল হোসেন সিলেট ৩ আসনের উপনির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

গত ৭ জুলাই, স্থানীয় গণমাধ্যমে ইসরাইল হোসেনের সহধর্মিনী স্বামীর করোনা আক্রান্তের কথা জানান। এসময় তিনি জানান, তার স্বামী ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।

ওইদিন সিলেটের আরও ৮ কর্মকর্তা-কর্মচারিও করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানায় নির্বাচন কমিশন।

এদিকে ইসরাইল হোসেন উপনির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে তার জায়গায় জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৮ জুলাই সিলেট ৩ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত