ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বিয়ের আসর থেকে পালালো বর

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৮:১৩

বিয়ের আসর থেকে পালালো বর

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত দেখে বিয়ের আসর থেকে পালিয়ে গেলো কনের বাবা, বর ও বরযাত্রী।

করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করে রোববার দুপুরে বিয়ের আয়োজন করায় মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

কনে হচ্ছে কাজল মিয়া ও নার্গিস বেগম দম্পত্তির মেয়ে খাজুরিয়া মহিলা দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণির ছাত্রী রিমা আক্তার কাজলী (১৪) এবং বর হচ্ছে পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার কালারবাড়ি গ্রামের কবির খানের ছেলে জাহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম জানান, দুপুরে বর নিয়ে বরযাত্রীরা মেয়ের বাড়িতে এসে আপ্যায়িত হচ্ছেন। খরব পেয়ে কনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিয়ে বাড়িতে উপস্থিত কনের বাবা, বর এবং বেশীরভাগ বর যাত্রীরা দৌড়ে পালায়।

পরে করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানা এবং একই সাথে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুলচেকা আদায় করা হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত