ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

করোনা টিকা নিতে হাসপাতালে মানুষের ভিড়

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৯:০৮

করোনা টিকা নিতে হাসপাতালে মানুষের ভিড়

পটুয়াখালীর উপকূলীয় এলাকার মানুষের মধ্যে করোনা টিকা নেয়ার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত এবং এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হওয়ায় টিকা নিয়ে বেঁচে থাকাতে মানুষের এ অদম্য ইচ্ছা।

এতে টিকা নিতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।

এছাড়া কঠোর বিধিনিষেধ চলমান থাকায় কম্পিউটার শপ না খোলায় অনেকে টিকার রেজিষ্ট্রেশন করতে না পেরে বাড়ি ফিরে গেছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিন রেজিষ্ট্রেশনের কাগজ নিয়ে টিকা নিতে আসা মানুষদের কম্পিউটারে এন্ট্রি করাতে হাসপাতালের অফিস রুমের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে।

পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের টিকা কার্যক্রম পরিচালনা ও স্বাভাবিক ভর্তি রোগীর সাথে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে কর্মরতদের সেবা প্রদানে নিয়োজিত করা হয়েছে।

এরপরও হাসপাতালে টিকা কার্যক্রম ও চিকিৎসা সেবা দিতে ষ্টাফদের হিমশিম খেতে হচ্ছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আক্রান্ত বিবেচনায় জেলার বাউফল, মির্জাগঞ্জ, কলাপাড়া ও সদর উপজেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত জেলায় ৩৫৫৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। কোভিড - ১৯ শুরু হতে এ পর্যন্ত ২৫ হাজার ৮শ’ ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

পটুয়াখালী সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম শিপন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত