ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

অন্তঃসত্ত্বা নারীকে নিজের গাড়িতে হাসপাতালে নিলেন ওসি

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৪:৪৫

অন্তঃসত্ত্বা নারীকে নিজের গাড়িতে হাসপাতালে নিলেন ওসি
ছবি সংগৃহীত

স্ত্রী অন্তঃসত্ত্বা। হাসপাতালে নিতে গাড়ির সন্ধানে সড়কে ছুটাছুটি করছিলেন স্বামী রেজাউল করিম। কিন্তু কঠোর বিধিনিষেধের কারণে কোথাও গাড়ি পাচ্ছিলেন না তিনি। অবশেষে তাকে সাহায্য করতে গাড়ি নিয়ে এগিয়ে আসেন চট্টগ্রাম ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম হেনা বেগম (২৬)। তার স্বামী রেজাউল করিম (৩৫) পেশায় ভ্যানচালক।

জানা গেছে, চলমান বিধিনিষেধ কার্যকরে সোমবার দুপুরে ডবলমুরিং থানার বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছিলেন ওসি মোহাম্মদ মহসীন। এ সময় ভ্যানচালক রেজাউল করিমকে পাঠানটুলী এলাকার গায়েবি মসজিদের সামনের সড়কে ছুটাছুটি করতে দেখেন।

বিধিনিষেধে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে রেজাউল করিম ওসিকে বলেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। হাসপাতালে নিতে হবে। কিন্তু গাড়ি পাচ্ছে না। এরপর ওসি নিজের গাড়িতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, অন্তঃসত্ত্বা ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেকোনো প্রয়োজনে তাদের ফোন করতে বলেছি।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত