ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ পদ্মায় তীব্র স্রোতে ঘরবাড়ি বিলীন

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৮:০৮

হঠাৎ পদ্মায় তীব্র স্রোতে ঘরবাড়ি বিলীন
ছবি- প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পূর্ব হাসাইলে হঠাৎ পদ্মার তীব্র স্রোতে ৮টি ঘর নদীতে ডুবে গেছে। এলাকাবাসীর সহায়তায় ৬টি ঘর উদ্ধার হলেও ঘরে থাকা আসবাবপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এছাড়া স্কুল ও মসজিদসহ প্রায় ১০০টির ওপর বাড়ি হুমকিতে রয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মারপাড়ের বেশকিছু পরিবার।

গৃহহারা পরিবারগুলোর দাবি, অতি দ্রুত নদীর তীরে বাঁধ এবং তাদের সাহায্য-সহযোগিতা করতে হবে।

খোরশেদ শেখ নামে একজন জানান, পদ্মা নদীর তীব্র স্রোতে মুহূর্তেই দুটি ঘর চলে গেছে। ঘর উদ্ধার করতে পারলেও ঘরের বাকি জিনিসপত্র কিছুই উদ্ধার হয়নি।

পদ্মায় ঘর বিলীন হয়ে যাওয়া জেসমিন জানান, ১১টার দিকে হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। লোকজনের সহায়তায় ঘরটি উদ্ধার করতে পারলেও ঘরের আসবাবপত্র কিছুই উদ্ধার করতে পারেননি তিনি।

হাসাইল-বানারীর ইউপি চেয়ারম্যান বলেন, ১১টার দিকে খবর পাই নদী ভাঙন শুরু হয়েছে। বেশ কয়েকটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। ইতিমধ্যে আমি এমপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি, তারা এখন ব্যবস্থা নেবে। একাধিকবার প্রশাসনকেও জানিয়েছি, নদীর পাড়ে বাঁধ দেয়ার জন্য।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত