ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

মৌমাছির কামড়ে প্রাণ হারালো কৃষক

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৯:২৬

মৌমাছির কামড়ে প্রাণ হারালো কৃষক
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে মৌমাছির কামড়ে শ্রী গোপাল চন্দ্র কোচ (৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের গেরেন্দ্র চন্দ্র কোচের ছেলে।

শুক্রবার দুপুরে পিপড়ার ডিম (মাছ শিকারে ব্যবহৃত) সংগ্রহ করতে বাড়ির পাশে গেলে এ ঘটনা ঘিও

নিহতের প্রতিবেশী প্রকৌশলী কাজী মিজানুর রহমান জানান, গোপাল একজন কৃষক ছিলেন। শুক্রবার দুপুরে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে বাড়ির পাশে এক বনে যান। এ সময় পিঁপড়ার বাসা ভাঙতে গিয়ে ভুলবশত পাশে থাকা মৌমাছির চাকে আঘাত লাগে। এতে অসংখ্য মৌমাছি চাক থেকে উড়ে গিয়ে গোপালকে কামড়ে দেয়। ফলে তিনি গুরুতর অসুস্থ হন এবং অসহ্য ব্যথায় কাতরাতে থাকেন।

এ সময় স্থানীয়রা দেখে তাকে পাশের এক বাড়িতে নিয়ে যায় এবং তার শরীরে ফোঁটানো মৌমাছির অসংখ্য হুল তুলে প্রাথমিক চিকিৎসা দেয়। তারপরও শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভুইয়া জানান, বিষয়টি থানায় কেউ জানাননি বা অভিযোগ করেননি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত