ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ভারত থেকে এলো অক্সিজেনের চতুর্থ চালান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৮:৩৭  
আপডেট :
 ০১ আগস্ট ২০২১, ১৮:৪৫

ভারত থেকে এলো অক্সিজেনের চতুর্থ চালান
ফাইল ছবি

বেনাপোল স্থলবন্দর দিয়ে চতুর্থ ধাপে ভারত থেকে আরো ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে।

রোববার দুপুর ৩টার দিকে ভারতীয় রেলের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন বেনাপোল এসে পৌঁছায়।

এর আগে ভারত থেকে গত ২৪, ২৮ ও ৩০ জুলাই ২০০ মেট্রিক টন করে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন আসে দেশে। আজকের চালানসহ ৪ দিনে মোট ৮০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে।

জানা গেছে, ভারত থেকে রোববার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন অক্সিজেনবাহী ট্রেনটি টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। এরপর দুপুরে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, অক্সিজেন নিয়ে ভারতীয় রেলের ‘অক্সিজেন এক্সপ্রেস’ দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা সাইদুর রহমান জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেয়া হয়েছে। এরপর গন্তব্যে রওনা দেয়।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত