ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

৪ তলার কার্নিশে কিশোরী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ২১:৫৫

৪ তলার কার্নিশে কিশোরী, উদ্ধার করল ফায়ার সার্ভিস
চার তলার কার্নিশে আটকা কিশোরী। ছবি সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকায় একটি ভবনের চারতলার কার্নিশে উঠে গিয়েছিল মানসিক ভারসাম্যহীন এক কিশোরী। এমন খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে ফায়াস সার্ভিসের সদস্যরা।

রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান।

জানা যায়, ভাটারার বাগানবাড়ি এলাকার একটি আটতলা বাসার সামনে পরিবারের সঙ্গে বসবাস করে ওই কিশোরী। রোববার সন্ধ্যায় সবার অগোচরে সে ভবনটির নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে যায়। পরে ভবনের একজনের নজরে পড়ে বিষয়টি। এরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়া হয়।

স্থানীয়রা জানান, ওই কিশোরী ভবনের বাইরের দিক থেকে চারতলার কার্নিশে উঠে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস।

ভবনটির বাইরের দিক থেকে চারতলা পর্যন্ত সে কীভাবে এবং কেন উঠল, তা এখনও জানা যায়নি। সে নিজেও কিছু স্পষ্ট করে বলতে পারছে না।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত