ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

সিরাজগঞ্জে অক্সিজেনের চতুর্থ চালান, চলছে খালাস কার্যক্রম

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ১৩:৩৪

সিরাজগঞ্জে অক্সিজেনের চতুর্থ চালান, চলছে খালাস কার্যক্রম

ভারত থেকে আমদানি করা তরল মেডিকেল অক্সিজেনের চতুর্থ চালানবাহী ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছানোর পর সকাল ৭টা থেকে চলছে খালাস কার্যক্রম।

সোমবার সকাল থেকে ট্রেনের কনটেইনার থেকে সড়কপথে বহনের জন্য অক্সিজেনবাহী ট্যাংক লরিতে খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

আমদানিকারক প্রতিষ্ঠান লিনদে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেনটি বরাবরের মতো আরো ১০টি কনটেইনারে ২০০ টন তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছায়। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি চতুর্থবারের মতো এ নিয়ে রেলপথে ভারত থেকে মোট ৮০০ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে এল।

উল্লেখ্য, গত ২৫, ২৮ ও ৩১ জুলাই একই ট্রেনে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে আসে অক্সিজেন এক্সপ্রেস।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ/কেআই

  • সর্বশেষ
  • পঠিত