ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

গাজীপুরে শনাক্তের হার ৭৩.২৮ শতাংশ, মৃত্যু ৭

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ২২:৩৩

গাজীপুরে শনাক্তের হার ৭৩.২৮ শতাংশ, মৃত্যু ৭
প্রতীকী ছবি

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭ জন। এতে এদিন করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭৩.২৮ শতাংশ। নতুন ৭ জন নিয়ে গাজীপুরে এ যাবৎ করোনায় মারা গেছেন মোট ৩৫১ জন।

মঙ্গলবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩১ নমুনা পরীক্ষা করে ৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৩৫ জন, কালীগঞ্জে ১৩ জন, কালিয়াকৈরে ১৯ জন, কাপাসিয়ায় ১৫ জন ও শ্রীপুরে ১৪ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত এ জেলায় ১ লাখ ৬ হাজার ৭৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ হাজার ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১১ হাজার ৭৪২ জন, কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৪০৩ জন, কালিয়াকৈরে ১ হাজার ৯৫৫ জন, কাপাসিয়ায় ১ হাজার ৬১৭, শ্রীপুরে ২ হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪২ জন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত