ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

১৫ আগস্ট ঢাকা মেডিকেলে বিনামূল্যে চিকিৎসা সেবা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ২০:১৭

১৫ আগস্ট ঢাকা মেডিকেলে বিনামূল্যে চিকিৎসা সেবা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ওই দিনটিতে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এবং সীমিত পরিসরে বর্হির বিভাগ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।

‘এছাড়াও হাসপাতালের চিকিৎসা যথারীতি আগের মতোই থাকবে। এদিন রোগীর জন্য রাখা হয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা।’

এদিন সকালে পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কোরআন খতম তেলাওয়াত করে বঙ্গবন্ধু ও শহিদ পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।

নাজমুল হক আরও বলেন, বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনী নিয়ে আলোচনা করা হবে। সেখানে উপস্থিত থাকবেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্সসহ কর্মচারীরা। হাসপাতালের প্রশাসনিক ভবনে গেটের সামনে বসানো হয়েছে বঙ্গবন্ধু প্রতিকৃতি ছবি।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত