ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে সবাইকে পরিশ্রম করতে হবে

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১৬:০১

প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে সবাইকে পরিশ্রম করতে হবে

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, আগের যে কোন সময়ের চেয়ে এখন দেশের অর্থনীতির অবস্থা অনেক ভালো।

প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। সরকারি সাহায্যের জন্য বসে থাকলে চলবে না, সবাইকে সাবলম্বি হওয়ার জন্য বেশি বেশি পরিশ্রম করতে হবে।

সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর বান্দ রোডের শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুঃস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর করোনাকালীন উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১০ বছর আগের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। জনগণ সরকারের সকল নির্দেশনা মেনে চললে, সরকারকে সহযোগীতা করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, পুলিশ সুপার মারুফ হোসেন, র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন খান আলো।

অনুষ্ঠানে চাল, ডাল ও তেলসহ খাদ্যসামগ্রী ৫শ’জনের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত