ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

কেরানীগঞ্জে বিআরটিএ-পাসপোর্ট অফিসে ৫২ দালাল আটক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৬  
আপডেট :
 ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৪

কেরানীগঞ্জে বিআরটিএ-পাসপোর্ট অফিসে ৫২ দালাল আটক
কেরানীগঞ্জে বিআরটিএ-পাসপোর্ট অফিসে অভিযান

রাজধানীর কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিআরটিএ অফিস থেকে এখন পর্যন্ত ৩৬ ও পাসপোর্ট অফিস থেকে ১৬ দালালকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম র‌্যাব-১০ এর সহযোগিতায় বিআরটিএতে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। পাসপোর্ট অফিসে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এসব তথ্য জানান।

তিনি বলেন, কেরানীগঞ্জের বিআরটিএ কার্যলয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিষ্ট্রেশনের কাজ করতে আসা সাধারণ নাগরিকদের টার্গেট করে একটি দালাল চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুর থেকে অভিযান শুরু হয়।

অন্যদিকে, কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে সাধারণ নাগরিকদের পাসপোর্ট করার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি দালাল চক্র।

র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযানে বিআরটিএ অফিস থেকে এখন পর্যন্ত ৩৬ দালাল ও পাসপোর্ট অফিস থেকে ১৬ দালালকে আটক করা হয়েছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত