ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নিখোঁজের ১২ দিন পর নদীতে মিলল মরদেহ

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৭  
আপডেট :
 ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:০০

নিখোঁজের ১২ দিন পর নদীতে মিলল মরদেহ
নিহত ফাহাদ হোসেন, ছবি: প্রতিনিধি।

বরিশাল কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজের ১২ দিন পর জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার বেলা ১২টার দিকে নদীর এ্যাংকর সিমেন্টের জেটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ ফাহাদ হাসান নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হোসেনের ছেলে এবং জিলা স্কুলের বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত ছিল।

কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মাসুম পারভেজ ও ফাহাদের স্বজনরা জানান, এ্যাংকর সিমেন্টের জেটির পন্টুনের কাছে কচুরিপানার মধ্যে মরদেহ ভাসছে খবর পেয়ে কোস্টগার্ড সেখানে উদ্ধার অভিযান চালায়।

সেখান থেকে ১৭/১৮ বছরের এক কিশোরের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এর আগে গত ২৭ আগস্ট বিকালে বন্ধুদের সাথে কীর্তনখোলা নদীতে ট্রলারে নৌভ্রমনে গিয়েছিল ফাহাদ। এসময় হঠাৎ করেই সে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

ওই সময় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়েও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের ১২ দিন পর তার মরদেহ উদ্ধার হলো।

ভ্রমণে বের হওয়া বন্ধু ইকবাল মাহমুদ জানিয়েছিল, খেয়াঘাট থেকে ১১ বন্ধু মিলে ত্রিশ গোডাউন যাওয়ার জন্য ট্রলার ভাড়া করে। ঘাট ছেড়ে মাঝ নদীতে আসার পরে হঠাৎ করে ফাহাদ নদীতে পড়ে যায়। তখনই তারা ৯৯৯ নম্বরে কল দেয়। এর কিছুক্ষণ পরে প্রশাসনের লোক এসে উদ্ধার অভিযান শুরু করে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত