ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

এক যুগ পর ধরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৪

এক যুগ পর ধরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি

গোলাপগঞ্জে ২০০৬ সালে একটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়। রায়ে ২০০৯ সালের ২০ মে আদালত আসামি আতিক মিয়াকে (৩৫) মৃত্যুদণ্ড দেন। তারপর থেকে তিনি পলাতক। পালিয়ে ছিলেন দীর্ঘ ১২ বছর।

অবশেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আতিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গণমাধ্যম) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আতিক মিয়া গোলাপগঞ্জের খালপার গ্রামের মোবারক আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর তত্ত্বাবধানে ফেঞ্চুগঞ্জের মানিককোনা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে আতিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, দীর্ঘ ১২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আতিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত সব আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত