ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

সাগরে ভেসে এলো আরও তিন ডলফিন

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩

সাগরে ভেসে এলো আরও তিন ডলফিন
সীতাকুণ্ড উপকূলে ভেসে আসা মৃত ডলফিন। ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে আরও তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার দুপুরের দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে এসব ডলফিন দেখতে পান জেলেরা। এমন খবর ছড়িয়ে পড়লে ডলফিনগুলো দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করতে আসেননি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার বিকেলে ডলফিনগুলো উপকূলের দিকে ভেসে আসতে দেখেন জেলেরা। বুধবার ডলফিনগুলো উপকূলের সৈকতে ভেসে উঠে এবং দুপুরের পর এগুলো থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকে।

এ বিষয়ে সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, তারা বিষয়টি জেনেছেন। রাত হয়ে যাওয়ায় মৃত ডলফিনগুলো উদ্ধার প্রক্রিয়া শুরু করা যায়নি। তবে (বৃহস্পতিবার) সকালে মৃত ডলফিনগুলোর উদ্ধারের কাজ শুরু হবে। এরপর ডলফিনগুলোকে মাটিচাপা দেয়া হবে।

এর আগে গত ২০ আগস্ট বন বিভাগের কর্মকর্তারা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর উপকূলের সংরক্ষিত বন থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিলো। সবমিলিয়ে গত এক মাসের ব্যবধানে সীতাকুণ্ডে চারটি মৃত ডলফিন ভেসে এসেছে।

এ নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা, সীতাকুণ্ড ও আনোয়ারা সাগর উপকূল থেকে গত এক মাসে ১৪টি মৃত ডলফিন ভেসে আসে।

বাংলাদেশ জার্নাল/জেবি/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত