ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চট্টগ্রামে একদিনে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩

চট্টগ্রামে একদিনে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও দুইজনের। একদিনে শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়ে ১ হাজার ২৭৯ জনে এবং শনাক্ত ১ লাখ ১ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগের ৩৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার করোনায় একজন মারা যান। এছাড়া ৫৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে- লোহাগাড়া, সীতাকুণ্ডে ১ জন করে, পটিয়া, বোয়ালখালী, ফটিকছড়িতে ২ জন করে, আনোয়ারায় ৪, রাউজানে ১০ ও হাটহাজারীতে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৩১ জনের। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৩ হাজার ২৯৪ জন। বাকি ২৭ হাজার ৮৩৭ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় হয়ে মারা গেছেন দুইজন। দুজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭০৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭৩ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত