ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

সেই প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষককে শোকজ

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:১৭

সেই প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষককে শোকজ
প্রাথমিক স্কুল। ফাইল ফটো

নাটোরের সিংড়া উপজেলার ১৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা খাতুনসহ তিনজন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

রোববার উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ স্বাক্ষরিত শোকজ নোটিশে আগামী তিন কর্ম-দিবসের মধ্যে লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শোকজকৃত অন্য দুইজন শিক্ষক হলেন সহকারী শিক্ষক ওসমান গণী ও সাবিনা খাতুন।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর ‘সিংড়ায় বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী, ক্লাস বন্ধ’ শিরোনামে দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সেখানে বলা হয়, সরকারি নির্দেশনা মেনে সারাদেশে পাঠদান কার্যক্রম শুরু হলেও সিংড়ায় অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তা মানছেন না। সরকারি নির্দেশনা রয়েছে সব প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা এবং বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত খোলা থাকবে। অথচ বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার ১৩১নং ছোট বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বন্ধ পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানে ৩ জন শিক্ষক কমর্রত থাকলেও তাদের পাওয়া যায়নি। বিদ্যালয়ের পুরাতন ভবনের প্রতিটি রুম তালাবদ্ধ। পাশে নতুন নির্মাণাধীন ভবনের কাজ চলমান। দীর্ঘদিন ধরে স্কুল মাঠ ও বারান্দায় নির্মাণ সামগ্রী রাখা রয়েছে। যেন শিক্ষার কোনো পরিবেশ নেই।

এ ব্যাপারে প্রধান শিক্ষক রিনা খাতুন মোবাইল ফোনে বলেন, তার বড়মেয়ে অসুস্থ হওয়ায় এক ভাইকে দায়িত্ব দিয়ে স্কুল থেকে একটু আগেই চলে গেছেন। তবে অন্য শিক্ষকরা স্কুলে নেই কেন বা বন্ধ কেন- এসব বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে পারেননি তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন কর্ম-দিবসের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়াও উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে টাইম মেইন-টেইনের জন্য চিঠি দেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত