ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

লাইভে এসে ৩ সন্তানের পিতার আত্মহত্যা

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭

লাইভে এসে ৩ সন্তানের পিতার আত্মহত্যা
ছবি- সংগৃহীত

গাজীপুরের পূবাইলে ফেসবুক লাইভে এসে স্বপন চন্দ্র দাস (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহত স্বপন তিন সন্তানের জনক ও পূবাইল বাজার কেন্দ্রীয় রাধামাধব মন্দির ও পূবাইল থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক।

মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে তার আত্মহত্যার খবর পাওয়া যায়। পরদিন বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পূবাইলের নয়ানী পাড়া এলাকার বাসিন্দা স্বপন চন্দ্র দাস একই এলাকার নগেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

আত্মহত্যার দিন দুপুরে স্বপন তার ফেসবুক আইডি থেকে অনেকগুলো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, জীবনের কিছু স্মৃতিময় মুহূর্ত। হয়তো এটাই জীবনের শেষ আপলোড। এরপর ঐদিন মাঝরাতে লাইভে আসা ভিডিও'তে দেখা যায়, স্বপন ফ্যানের উপরে থাকা সিলিংয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তার পায়ের নিচে থাকা প্লাস্টিকের মোড়া সরিয়ে দিলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে স্থানীয় কয়েকজন বাড়ির ভেতরে গিয়ে স্বপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

ফেসবুকে স্ট্যাটাস ও লাইভে গিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত