ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়, ম্লান হয়েছে ইউপি নির্বাচন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়, ম্লান হয়েছে ইউপি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠান ও ৪৩ জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া, নির্বাচনকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত ‘পৌরসভা ও ইউপি নির্বাচন সম্পর্কে আমার কথা’ শিরোনামে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনে সহিংসতা, ভোটের প্রতি আস্থাহীনতা- এমন সব সমস্যার সমাধানের জন্য ‘রাজনৈতিক সমঝোতা’র উপর জোর দিয়ে মাহবুব তালুকদার বলেন, দেশে নির্বাচন নিয়ে সংকট চলছে। এই সংকট উত্তরণে রাজনৈতিক সমঝোতা দরকার। এই পরিস্থিতি থেকে উত্তরণের চাবি নির্বাচন কমিশনের হাতে নেই।

তিনি বলেন, এবারের ইউপি নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো ছিল। যা শতকরা ৬৯ দশমিক ৩৪ ভাগ।

এবারের নির্বাচনে তিনজনের প্রাণহানি ঘটেছে, এটা অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে সহিংসতা রোধ করা গেল না। তবে জীবনের চেয়ে নির্বাচন বড় নয়। নির্বাচনে যা-ই হোক না কেন, দায় নির্বাচন কমিশনের ওপরই এসে পড়ে। এছাড়াও এমন সংক্ষিপ্ত সময়ে আকস্মিকভাবে নির্বাচনী ব্যবস্থাপনার পরিবর্তন সাধনও সম্ভব নয়।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত