ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

গাজীপুরে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ব্যাপক ভাঙচুর

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩২  
আপডেট :
 ২৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৩

গাজীপুরে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ব্যাপক ভাঙচুর
ছবি- সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল পুলিশের অনুমতি ছাড়াই মিছিল ও সমাবেশের আয়োজন করে।

শুক্রবার দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বোর্ডবাজার এলাকায় ওই দুটি কর্মসূচিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। দুপুরের পর আশপাশের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। বিকেলে ২ পক্ষ মিছিল বের করলে ২ পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় এলাকা যানবাহন শূন্য হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ব্যস্ততম এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে প্রায় দুই পাশে অন্তত ৪ কিলোমিটার যানজট তৈরি হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রাপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবীর গণমাধ্যমকে বলেন, একই এলাকায় পৃথক ২ কর্মসূচি আয়োজনের ঘটনা সত্য। তবে, ধাওয়া পাল্টা-ধাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আর দুই পক্ষের কর্মসূচির অনুমতি নেওয়ার বিষয়টি জানা নেই বলেও উল্লেখ করেন গাজীপুর মেট্রাপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত