ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে উন্নয়নের বিকল্প নেই: আনোয়ার খান এমপি

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩  
আপডেট :
 ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩১

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে উন্নয়নের বিকল্প নেই: আনোয়ার খান এমপি
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত আছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে উন্নয়নের বিকল্প নেই বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক স্বরণ সভায় তিনি একথা বলেন। বিষ্ণুপুর সমাজ কল্যাণ তরুণ সংঘের উদ্যোগে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

ড. আনোয়ার হোসেন খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে রামগঞ্জকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া হচ্ছে। রামগঞ্জের উন্নয়নে তিন হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দিয়ে এসব কাজ করা হবে। এরইমধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ সাধিত হয়েছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিষ্ণুপুর সমাজ কল্যাণ তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর ১৭০টি রাস্তা পাকাকরণ করেছি, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। বহু স্কুলের নতুন ভবন করেছি, রামগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত করে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই।

এসময় ড. আনোয়ার হোসেন খান মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স গ্রহণে প্রশাসনকে নির্দেশ দেন।

স্বরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ, রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিষ্ণুপুর সমাজ কল্যাণ তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বরণ সভায় উপস্থিত আছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুল হক মজিব, দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহেনারা পান্না, ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহানাজ পারবিন, নৌয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা, ভোলাকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল হোসেন।

এছাড়াও পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাস্টার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ জার্নাল/আরএ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত