ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২১, ২০:০০  
আপডেট :
 ০৪ অক্টোবর ২০২১, ২১:০৭

চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট

ঢাকার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সরাসরি বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় দ্রুততম সময়ে এ ফ্লাইট চালুর প্রত্যাশাও করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিউইয়র্কের সঙ্গে ঢাকার সরাসরি বিমান চলাচলের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই ফ্লাইট চালুর কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ে ঢাকা-নিউইয়র্কের ফ্লাইট চালু হবে। এটি চালু হলে নিউ ইয়ার্কে মাত্র ১৪ ঘণ্টায় যেতে পারবেন যাত্রীরা।

উল্লেখ্য, বহু বছর আগে বাংলাদেশ বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট ছিল। কিন্তু সেটি এখন বন্ধ রয়েছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি চুক্তি হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমআর/এমএম

  • সর্বশেষ
  • পঠিত