ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

২৯ প্রতিষ্ঠানপ্রধানের এমপিও বাতিল

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ১১:০৭  
আপডেট :
 ১২ অক্টোবর ২০২১, ১৪:৪৫

রংপুরে ২৯ প্রতিষ্ঠানপ্রধানের এমপিও বাতিল
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগের ২৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের তিন মাসের এমপিও বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এনটিআরসির দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগে শূন্যপদের ভুল তথ্য দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ নির্দেশনা দেয়া হয়েছে।

৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে জানানো হয়।

এমপিও বাতিল হয়েছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের, সেসব প্রতিষ্ঠানপ্রধানরা হলেন, রংপুর মহানগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, মৌয়াগাছ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল চন্দ্র রায়।

কুতুবপুর অরুণনেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আহম্মেদ হোসেন শাহ, পীরগঞ্জ উপজেলার লালদিঘি গার্লস একাডেমির প্রধান শিক্ষক আবু ইমাম মো. রাশেদুন্নবী, ইকলিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মন্ডল, পার্বতীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন।

মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা স্কুল ও কলেজের অধ্যক্ষ হাসান জাহাঙ্গীর আলম, কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, একই উপজেলার পাথরডুবী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, উলিপুর উপজেলার গোড়াই রঘুরায় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বর্মন।

রাজারহাট উপজেলার সিংগারডাবরীহাট বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম সরকার, সুখদেব বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব রশীদ, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আক্তারুজ্জামান, নবাবগঞ্জ উপজেলার পত্নীচান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, পার্বতীপুর উপজেলার সেরাজুল হুদা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম।

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলার মাহমুদবাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, লালমনিরহাটের হাতীবান্দা উপজেলার মমিতন নেছা জুনিয়র বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ আলী, নীলফামারীর সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আমিরুল ইসলাম।

লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, কিশোরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, নীলফামারী সদরের পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান, ঠাকুরগাঁও জেলা শহরের পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র রায়, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ও পঞ্চগড় সদরের দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোর কুমার দত্ত।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত