ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

দুর্গাপূজায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ১৭:৩৯

দুর্গাপূজায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় দুর্গাপূজায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একইসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১০টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত সুকুরঞ্জন কবিরাজের ছেলে শুলিন কবিরাজ (৭০) ও তার স্ত্রী পুষ্প রানী (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরের গেট খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে পুষ্প রানী জড়িয়ে পড়েন। এ সময় স্বামীর ডাকে সাড়া না দেয়ায় স্বামী গিয়ে স্ত্রীকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। নিহত দম্পতির দুই ছেলে রয়েছে। এ ঘটনায় নিহত দম্পতির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিরের বিদ্যুৎ ওয়ারিং লাইনের তার লিক থেকে লোহার গেট বিদ্যুতায়িত ছিল। দম্পতির মৃত্যুতে কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্তের প্রয়োজন হয়নি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত