ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

আগামীকাল থেকে স্কুল শিক্ষার্থীদের ওপর করোনার টিকা শুরু

  ​নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ১৮:৪২  
আপডেট :
 ১৩ অক্টোবর ২০২১, ১৮:৫২

স্কুলশিক্ষার্থীদের ওপর পরীক্ষামূলক টিকা বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছরের বছর বয়সীদের) পরীক্ষামূলকভাবে টিকা প্রদান শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

বুধবার ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিশুদের টিকা প্রদান শুরু হচ্ছে জানিয়ে অধ্যাপক খুরশিদ আলম বলেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে আমরা এই টিকার টেস্ট রান শুরু করবো। প্রাথমিকভাবে দুটি সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সীদের বেছে নিয়েছি। শিক্ষার্থীদের ফাইজার বায়োএনটেকের টিকা দেয়া হবে।

তিনি বলেন, মানিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা। এবারে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সেখান থেকে শুরু করছি। আর টেকনিক্যাল কারণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে থেকে এই টিকা প্রদান শুরু করব।

টিকাদানের পর শিশুদেরকে ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, প্রাথমিকভাবে আমরা দেখব-শিশুদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা। তারপর ঢাকায় আমরা বড় আকারে টিকাদান শুরু হবে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালে শিশুদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত