ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মা ইলিশ ধরায় ৬০ জেলের বিভিন্ন দণ্ড

  শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ১২:০২

মা ইলিশ ধরায় ৬০ জেলের বিভিন্ন দণ্ড
আটক জেলেরা। ছবি প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ৫৯ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক জেলেকে শুধু অর্থদণ্ড দেয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরের পদ্মা ও মেঘনাসহ ইলিশের প্রজনন এলাকা জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় ৪টি ভ্রাম্যমাণ আদালত ১৩টি অভিযানে পরিচালনা করে ৬০ জেলেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ দণ্ড দেয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার জানান, এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৫৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১১৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশগুলো বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষায় অভিযান ও কঠোর পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি।’

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত