ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সাংবাদিকরা হলেন জাতির কলম সৈনিক: আনোয়ার খান এমপি

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৬:২০  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০২১, ১৮:৩০

সাংবাদিকরা হলেন জাতির কলম সৈনিক: আনোয়ার খান এমপি
ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ড. আনোয়ার খানের নিজস্ব বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেছেন, সাংবাদিকরা গত ৫ দিন আমার সাথে থেকে শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপন করাতে আমাকে সহযোগিতা করেছেন। সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই। রামগঞ্জের সকল সাংবাদিক আমার ভাই। সাংবাদিকরা হলেন জাতির কলম সৈনিক। সাংবাদিকতা হলো জাতির বিবেক। আপনারা আপনাদের বিবেক এবং কলমের মাধ্যমে সত্য ঘটনাকে উস্থাপন করবেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান আরও বলেন, গত ৫ দিন রামগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল সহিসংতা এড়াতে আমি কি পরিমাণ ভূমিকা রেখেছি সেটা আপনারা রাজস্বাক্ষী। আমি রামগঞ্জ উপজেলাবাসীর নির্বাচিত এমপি। এখানে সকল ধর্মের মানুষ আমার আপনজন। তাই প্রত্যেকের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো আমার মানবিক দায়িত্ব। রামগঞ্জ উপজেলাবাসীর কল্যাণে কাজ করার সময় সাংবদিকদের সক্রিয় ভূমিকা আশা করছি।

রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মোস্তানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন সঞ্চালনায় এই মতবিনিময় সভায় সাংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল আহম্মেদ, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ ভূঁইয়া, দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শৈকত মাহমুদ সামছু, যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিলন আঠিয়া, সাধারণ সম্পাদক অপু মালসহ অনেকেই।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত