ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৭:০৭

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু
ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনায় আক্রান্ত কোনো রোগী মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুইজন ও নেত্রকোনার একজন। মৃতরা দুইজন পুরুষ ও একজন নারী।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৬৭ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৫ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮টি নমুনা পরীক্ষায় কোনো করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৮০ জন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত