ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

ঘূর্ণিঝড়ে মেঘনায় ট্রলারডুবি: শিশুর মৃত্যু, দুইজন নিখোঁজ

  অচিন্ত্য মজুমদার, ভোলা প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৯:২৮

ঘূর্ণিঝড়ে মেঘনায় ট্রলারডুবি: শিশুর মৃত্যু, দুইজন নিখোঁজ
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৯ যাত্রীসহ মালামাল বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের ৬ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে দুই যাত্রী।

রোববার দুপুরের দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরকুকরী মুকরী ইউনিয়নের চরপাতিলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

চরমানিকা আউটপোস্ট কোস্টগার্ডের কমান্ডার এম ওয়ালিউল্লাহ জানান, দুপুরে কুকরি-মুকরী ইউনিয়নের চর পাতিলা থেকে মালবোঝাই একটি ট্রলার ৯ যাত্রী নিয়ে দক্ষিণ আইচার চর কচ্ছপিয়া রওনা দেয়। পথে মেঘনা নদীতে হঠাৎ ঘুর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড। এ সময় জুনায়েদ (৩) নামের এক শিশুকে মৃত ও ৬ যাত্রীকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়। স্বপন (৩০) ও বিলকিস বেগম (৫০) নামের দুইজন নিখোঁজ রয়েছেন। পানির তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত