ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগ, জেলে পল্লীতে আগুন

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০৮:০১  
আপডেট :
 ১৮ অক্টোবর ২০২১, ০৯:০৪

রংপুরে ধর্ম অবমাননার  অভিযোগ, জেলে পল্লীতে আগুন
আগুনের ফাইল ছবি

এক যুবক ফেসবুকে ধর্ম আবমাননার পোস্ট দিয়েছে এমন অভিযোগকে কেন্দ্র করে পীরগঞ্জে জেলে পল্লীর ১৫ থেকে ২০টি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুরের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেসবুক একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রাতেই মাঝিপাড়ার ওই তরুণের বাড়ির নিরাপত্তায় সেখানে অবস্থান নেয়। কিন্তু দুর্বৃত্তরা ওই বাড়ির নিকটবর্তী কয়েকটি হিন্দু বাড়িতে আগুন দিলে অন্তত ২০টি বাড়িঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর আসে। এরপর পীরগঞ্জ থেকে দুটি, মিঠাপুকুর থেকে দুটি ও রংপুর থেকে একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করে। ফায়ার সার্ভিস সেখানে রাত তিনটা পর্যন্ত কাজ করেছে।

কুমিল্লায় ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয় দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই রংপুরের পীরগঞ্জে এ ২০টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত