ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে জাশনে জুলুস র‍্যালি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ১৬:১২  
আপডেট :
 ২০ অক্টোবর ২০২১, ১৬:৫০

রাজধানীতে জাশনে জুলুস র‍্যালি
ছবিঃ ইলিয়াস সাজু

রাজধানীতে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস (র‌্যালি) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক থেকে জশনে জুলুস (র‌্যালি) বের হয়।

মাইজভাণ্ডার দরবার শরিফের সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর নেতৃত্বে জশনে জুলুসে অংশ নেন হাজারো ভক্ত অনুরাগী। আঞ্জুমানের পতাকা, ব্যানার-ফেস্টুন, নানা বাণী এবং গানে বর্নিল এই যাত্রা বের হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জামেয়া ময়দানে এসে জড়ো হতে থাকেন। বরাবরের মতোই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানান কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

এই দিনটিতে রাসুল (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল, জশনে জুলুস বিশেষভাবে উল্লেখযোগ্য।

উল্লেখ্য, ১৯৭৪ সালে নগরের বলুয়ার দীঘি খানকাহ থেকে আল্লামা তৈয়্যব শাহ (রহ.)-এ জুলুসের সূচনা করেন। সেই থেকে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছর ১২ রবিউল আউয়াল এ জুলুস পালন করা হয়। করোনার কারণে গত বছর সীমিত পরিসরে আয়োজন করার কথা থাকলে তখনও নবীপ্রেমী মানুষের ঢল নামে।

বাংলাদেশ জার্নাল/সেফু/এমজে

  • সর্বশেষ
  • পঠিত